নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২০ নভেম্বর :: দক্ষিণ দিনাজপুর :: গত ১৪ই নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছিল নিখিল ভারত সমবায় সপ্তাহ। সে উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও মহা সমারোহে পালিত হয় এই নিখিল ভারত সমবায় সপ্তাহ। এই অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান হয়ে গেল আজ বালুরঘাট বালুরঘাট শহরের নাট্যতীর্থ মঞ্চে।
এই অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলা কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ, দক্ষিণ দিনাজপুর জেলা কো-অপারেটিভ ব্যাঙ্কের মুখ্যকার্য আধিকারিক স্বরুপ বাগচি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এই সব বিশিষ্ট জন ছাড়াও জেলার বিভিন্ন সমবায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আজকের এই অনুষ্ঠানে সমবায়ের কাজ, প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে সাধারন মানুষকে ভালো পরিসেবা প্রদানের জন্য জেলার কয়েকটি সমবায় কে পুরস্কৃতও করা হয়।