অবতক খবর,৩০ আগস্ট: আজ সারা দেশজুড়ে মহাসমারোহে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে। কিন্তু কোভিড পরিস্থিতিতে এই জন্মাষ্টমী উৎসব অনেকটাই ম্লান।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর এর ঐতিহ্যবাহী পুন্ডরিক গৌড়ীয় মঠে প্রত্যেক বছর মহাসমারোহে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব।
কিন্তু এবছর করোনা সংকটের জেড়ে প্রায় ভক্ত শূন্য অবস্থায় শুধুমাত্র নমো নমো করে পালিত হচ্ছে বালুরঘাট পুন্ডরিক গৌড়ীয় মঠের জন্মাষ্টমী উৎসব।
জানা গেছে, প্রায় ৭০ বছর ধরে এখানে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। ঝুলন উৎসব থেকে শুরু করে প্রায় ১৩ দিন ধরে গৌড়ীয় মঠে বসে বিশাল মেলা কিন্তু করোনা সংকটের জেরে এ বছর মেলার আয়োজন করেনি পুণ্ডরীক গৌড়ীয় মঠ কর্তৃপক্ষ।
পাশাপাশি জন্মাষ্টমী উৎসব হচ্ছে নামমাত্র।