অবতক খবর,২০ ডিসেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলার ইরিগেশন দপ্তর এর অস্থায়ী সিকিউরিটি গার্ড দের বেতন দিচ্ছে না দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি সংস্থা। দীর্ঘ ছয় সাত মাস বেতন না পেয়ে সমস্যায় এই অস্থায়ী সিকিউরিটি কর্মীরা। তাই বুধবার বালুরঘাটে দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি কোম্পানির বিরুদ্ধে খবর দিয়ে আন্দোলনের নামলো ওই অস্থায়ী সিকিউরিটি কর্মীরা।

এই সিকিউরিটি কর্মীদের অভিযোগ যে তাদের বেতন বন্ধ রাখার পাশাপাশি তাদের সাথে কোন যোগাযোগ করছেনা সিকিউরিটি দায়িত্বপ্রাপ্ত কোম্পানি। ফোন করলে তাদের ফোনের কোন জবাব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অস্থায়ী সিকিউরিটি কর্মীদের। আর এইসব নিয়ে আজ বিক্ষোভে নামলো ক্ষতিগ্রস্তরা। এর বিরুদ্ধে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হারবেন বলে জানা গেছে।