অবতক খবর,সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :: স্কুল ছুটির পরে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাকায় পিস্ট হয়ে মৃত্যু হলো এক ছাত্রের। মৃত ছাত্রের নাম অন্তর মন্ডল। চতুর্থ শ্রেনির ছাত্র সে । এই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে প্রায় দু থেকে আড়াই ঘন্টা পথ অবরোধ করে রাখেন স্থানীয় মানুষ ।তাদের দাবি, স্কুলের সামনে ট্রাফিক ব্যবস্থা করতে হবে । পাশাপাশি ঘাতক গাড়ির চালক কে গ্রেফতারের দাবিও জানান তারা । অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা ।
ঘটনাটি ঘটে দক্ষিন দিনাজপুর জেলার পাগলী গঞ্জের ৫১২নম্বর জাতীয় সড়কে।অবরোধকারিদের অভিযোগ, এলাকায় সিভিকভলেন্টিয়ার থাকলেও তারা তাস খেলায় মত্ত থাকেন । তাদের সামনে এই দুর্ঘটনা ঘটায় ডিসপির সামনে বেশি করে ক্ষোভ উগরে দেন জনতা ।