অবতক খবর,১লা জানুয়ারি: নতুন বছরের প্রথম দিন রাজ্যের মানুষ পিকনিক মুডে।
কলকাতার পাশাপাশি জেলার দর্শনীয় স্থান গুলিতে মানুষের ভিড়।বছরের প্রথম দিন পালিত হয় কল্পতরু উৎসব।
এদিন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল নেমেছে। বছরে প্রথম দিন সকলেই চাইছে মায়ের দর্শন করে পুজো দিয়ে বছর শুরু করতে।

তাই এদিন ভোর চারটে থেকে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে পড়েছে দর্শনার্থীদের লম্বা লাইন। শুধু এই রাজ্যের নয় অন্যান্য রাজ্যের মানুষ এদিন কল্পতরু উৎসব ও বছরের প্রথম দিন উপলক্ষ্যে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে আসেন।
এদিন লক্ষাধিক পুণ্যার্থীদের সুরক্ষা দিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মহিলা পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উইনারস টিম কেও রাখা হয়েছিল মহিলা ভক্তদের নিরাপত্তা জন্য।