অবতক খবর,১৫ নভেম্বর: থ্যালাসেমিয়া আক্রান্ত ভাই বোনেদের ফোঁটা দিয়ে আজকের দিনটি উদযাপন করলো বহরমপুরে শহীদ ক্ষুদিরাম পাঠাগার। শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সম্পাদক নিলেন্দু সাহা জানালেন ১৯৯২ সাল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের খোঁজ তারা পান। স্বাস্থ্যের পরিষেবা দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই তারা রক্ত দান শিবিরের আয়োজন করে থাকেন। সেই সুবাদে এই থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদেরকে সুস্থ সুস্থ রাখতে তারা নিজেদেরকে নিয়োজিত করেন এইভাবে চলতে চলতে 1998 সাল থেকে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য আরও কিছু করার চিন্তাভাবনা তাদের মাথায় আসে।

যেই ভাবনা সেই রকমই কাজ তারপর থেকেই প্রত্যেক বছর ভাই ফোঁটাতে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের নিয়ে সারাদিন আনন্দ সাথে কাটান। এই মহতী কাজ করে তারা নিজেদেরকে ধন্য বলে মনে করেন। পাশাপাশি সমাজকে থ্যালাসেমিয়া নিয়ে সচেতন বার্তাও দিয়ে থাকেন। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাথে কথা বললে জানা যায় তারাও এই দিনটি জন্য সারা বছরের অপেক্ষায় করে থাকেন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের আয়োজনে এই ভাতৃ দ্বিতীয়া অনুষ্ঠানে আসতে পেরে তারাও খুব খুশি বলে জানালেন।