অবতক খবর,২২ নভেম্বর: থমথমে জগদ্দল!! এলাকায় পুলিশ পিকেটিং, মোতায়েন করা হয়েছে র্যাফ। আতংকিত এলাকাবাসী। শান্তি চাইছে সবাই।কবে বন্ধ এই খুন-খারাবি, কবে ফিরবে শান্তি, এটাই এখন লাখ টাকার প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের।
অস্বস্তিতে স্থানীয় নেতৃত্ব। নিজের দলের কর্মি খুন নিজেরই বাড়ির সামনে হতবাক দলীয় নেতৃত্ব।একের পর এক তৃনমুল কর্মি খুন হচ্ছে মনবল ভাংছে কি দলের নিচু তলার কর্মিদের,প্রশ্ন এর উত্তর এড়াতে ব্যস্ত স্থানীয় বাসিন্দারা।