অবতক খবর :: শিলিগুড়ি :: আমফান বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য জলপাইগুড়ি জেলাজুড়ে ত্রাণ সংগ্রহ অভিযান মঙ্গলবারও অব্যাহত। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচিতে আমফান বিধ্বস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ করেন সিপিআইএম কর্মীরা।
মঙ্গলবার সকালে জলপাইগুড়ি শহরের ২১ নম্বর ওয়ার্ডের বিলপাড়া এলাকায় ত্রান সংগ্রহ হয় । কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তম সোম, সুজিত চৌধুরী, শমিক ভৌমিক ,সুবোধ ব্যানার্জী , বিশ্বনাথ সাহা প্রমুখ ।
সিপিআইএম নেতা সুদীপ চক্রবর্তী জানান, আমফান বিধ্বস্ত মানুষের জন্য ত্রান সংগ্ৰহ অভিযান অব্যাহত রয়েছে । লকডাউন এর মধ্যেও সাধারণ মানুষ আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য উজাড় করে অর্থ সাহায্য করছেন বলে জানান তিনি।