অবতক খবর :: তুষার বিশ্বাস :: ইসলামপুর :: ২৬ এপ্রিল :: উত্তর দিনাজপুর জেলার ডালখোলার ৬ নম্বর ওয়ার্ডে তিন শতাধিক মানুষের মধ্যে চাল,ডাল সহ প্রয়োজনীয় খাদ্য দ্রব্য এবং স্যানিটাইজার বন্টন করল যুব তৃণমূল কংগ্রেস। রবিবার ডালখোলা পৌরসভার প্রশাসক সুভাষ গোস্বামীর উপস্থিতিতে এই কর্মসূচি রূপায়ণ করা হয় বলে জানান সংগঠনের টাউন যুব সভাপতি রাকেশ সরকার। তিনি বলেন,দুঃস্থ মানুষ যেভাবে সমস্যায় পড়েছেন তাতে এই কর্মসূচি সত্যিই প্রয়োজন ছিল।” আগামীতেও লকডাউন থাকাকালীন প্রয়োজনে এই পরিষেবা দেবার কথাও জানান তিনি।

অন্যদিকে এদিন পাঞ্জীপাড়া রসুলগঞ্জ বাজার মাদ্রাসার উদ্যোগে প্রায় পাঁচশ জন দুঃস্থ মানুষের মধ্যে বন্টন করা হয় চাল,ডাল,মুড়ি সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। মাদ্রাসা কমিটির তরফে মহম্মদ মুন্না জানান,রমজান চলাকালীন অসহায় রোজাদার মানুষ দিনভর রোজা রেখে অনেকেই ইফতার করতে পারছেন না। তাই রোজা চলাকালীন আবার এই উদ্যোগ নেবার কথা জানান তিনি।









