এই দেশ চোরেদের দেশ।নেতারা রাক্ষস। গরিবের ত্রাণের চাল চূরি করে খায়, মাথার ছাউনির টাকা মেরে নিজের বিল্ভিং বানায়।আমফান ঝড় নেতাদের মুখোশ খুলে দেয়।

ত্রাণচোর
তমাল সাহা

খেতি-জমি
তছনছ করেছিস তুই
ভেঙে চুরমার করলি ঘর!
তুই এতো ক্ষতি করলি আমার
আমফান ঝড়!

আমফান বলে,
নিশ্চিত ক্ষতি করেছি তোর।
হাতেনাতে প্রমাণ তো করেছি
ত্রাতা নাম ভাঁড়িয়ে
কোন দল গরিবের টাকা চোর!

এরা নাকি নেতা জনতার বস!
দেখলি তো প্রকাশ্যে
কান ধরে করালাম ওঠবস!