উত্তর গাজায় চলছে এখন চরম খাদ্য সংকট। শিশুরা অনাহারে কেঁদেই চলেছে। গত বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা অনাহারী মানুষের উপর গুলি
চালিয়েছে ইজরায়েলি স্নাইপাররা আল রশিদের রাস্তায়। ১১২ জনের মৃত্যু হয়েছে।
প্যালেস্টাইন যুদ্ধের ১৫০ দিন অতিক্রান্ত। ইতিমধ্যে নিহত হয়েছে ৩০ হাজার ৩৫ জন মানুষ।

তোদের ধিক
(শিশু নাহেদ হাজ্জাজের কান্না)
তমাল সাহা

তোদের ধিক! তোরা লজ্জা।
বিশ্বকে ধিক!

আমরা কবে থেকে না খেয়ে আছি। আমাদের পেট ভর্তি খিদে।
আমাদের চোখ ভর্তি জল। আমাদের এই কান্না। তোরা কী বধির, তোরা কি শুনতে পাস না?
তোরা কী মূক, শুধু আমাদের বল্।

আমরা কীভাবে বেঁচে আছি!
আমরা পশুর খাবার খেয়ে বেঁচে আছি।
খিদেয় আমাদের পেট জ্বলছে
আমরা গাধার খাদ্য পর্যন্ত গিলে খেয়েছি
আমরা মরা পায়রা খেয়ে বেঁচে আছি।
আমাদের আম্মা আব্বার কিছুই করার নেই।
হে বিশ্বের মানুষ! তোদের কী চোখ নেই, তোরা কী অন্ধ?

বিশ্বের কে আছে আমাদের পাশে বল্?
ঈশ্বর-ই কী আমাদের যথেষ্ট সম্বল!