অবতক খবর,৫ নভেম্বরঃ শাসনের তেহাটা থেকে আগ্নেয় অস্ত্র সহ এক আইএসএফ নেতা কে গ্রেফতার করল শাসন থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর আই এস এফ নেতা গফফার আলীর বেশ কিছু দিন ধরে তার উপর নজর রাখছিল পুলিশ আজ যখন সন্ধ্যের দিকে আমিনপুর বাজারের দিকে আসে গফফার পুলিশ তাকে ধাওয়া করে বাঁচার জন্য গফফার একটি জলাশে ঝাঁপ দেয় সেখান থেকে পুলিশ তাকে আগ্নেয়াস্ত সহ তাকে গ্রেফতার করে গফফারের কাছ থেকে উদ্ধার হয় একটি 7 MMপিস্তল ও ৭ রাউন্ড গুলি।