অবতক খবর,৪ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯৭ টি জনমুখি বাস্তবায়িত প্রকল্প গুলির মধ্যে অন্যতম সবুজসাথী প্রকল্পে ব্যারাকপুর ২ ব্লকের তেঘরিয়া শশীভূষণ, মহিষপোতা, পাতুলিয়া হাই স্কুলে তিনটি স্কুলে নবম দশম শ্রেণির পড়ুয়াদের ২০২৪ শিক্ষাবর্ষে ২৫১ জনকে সাইকেল প্রদান করা হয় মঙ্গলবার দুপুরে।
উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিডিও জনাব সারওয়ার আলি, যুগ্ম বিডিও, ব্যারাকপুর২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, কর্মাধ্যক্ষ সজল দাস, বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা দাস, উপপ্রধান প্রবীর দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন বিশ্বাস, পরিচালন সমিতির সভাপতি বাসুদেব মজুমদার প্রমুখ।