অবতক খবর :: শিলিগুড়ি :: আজ শিলিগুড়ির চব্বিশ নং ওয়ার্ড তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ডের মাছবিক্রেতা, সবজী বিক্রেতা এবং ফল বিক্রেতা সবাইকে মাষ্ক এবং সানেটাইজার দেওয়া হয়।
এছারাও ওয়ার্ডের দুস্থদের হাতে তুলে দেওয়া হয় পাউরুটি,দুধ এবং বিষ্কুট এছারাও বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় হরলিকস এবং ফল। এই বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের তৃনমুলের অন্যতম বর্ষীয়ান নেতা প্রতুল চক্রবর্তী।