অবতক খবর,৩০ জানুয়ারি:  তৃতীয় শ্রেণীর ছাত্র সান্নিক সোমকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্কুলেরই শিক্ষিকা মিঠু দাসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার অন্তর্গত গরুরফারীর মালঞ্চ রোডের উত্তর গরিফা পল্লীমঙ্গল প্রাইমারি স্কুলে।

স্কুলেরই তৃতীয় শ্রেণীর ছাত্র সান্নিক সোমের পরিবেশ বিদ্যার উপর চতুর্থ পিরিওডের ক্লাস চলাকালীন সান্নিকের সহপাঠীর থেকে একটি পেন চাওয়ার অপরাধে শিক্ষিকা মিঠু দাস সান্নিকের মাথায় লাঠি দিয়ে মারার অভিযোগ করেন সান্নিকের বাবা-মা।

এই ব্যাপারে নৈহাটি থানার পাশাপাশি স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করে সান্নিকের পরিবারের তরফ থেকে। যদিও প্রধান শিক্ষক জয়দীপ রায় জানান এই ব্যাপারে স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানিয়েছেন এবং ওই শিক্ষিকাকে শোকজ করা হয়েছে বলে জানান।