অবতক খবর: ২৪ কোটির দুর্নীতির অভিযোগ উঠেছে টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। এদিকে অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক ডাকলেন বসিরহাটের সাংসদ। বুধবার দুপুর আড়াইটায় কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন বসিরহাটের সাংসদ।

তবে এই অভিযোগকে উড়িয়ে দেয় তৃণমূল। তাঁদের দাবি, কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধী শাসিত রাজ্যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। নুসরত জানিয়েছিলেন, যেহেতু এটি আইনি বিষয়, তাই আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি জবাব দেবেন। এরপরই এদিন সাংবাদিক বৈঠকের ঘোষণা করেন তিনি। তবে কী নিয়ে সেই সাংবাদিক বৈঠক ডেকেছেন, তা নুসরত স্পষ্ট না করলেও বিজেপি নেতাদের আনা অভিযোগের জবাব দিতেই এই সাংবাদিক বৈঠক তিনি ডেকেছেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, নুসরতের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে গত সোমবার ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পরে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই অভিযোগকে সমর্থন করেন।

বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিকে নিয়ে ইডি অফিসে যান। সেখানে তাঁরা অভিযোগ দায়ের করে জানান, ২০১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়েছিল নুসরতের সংস্থা। রাজারহাটে হিডকোর দপ্তরের কাছে তিন বছরের মধ্যে এই ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় ১০ বছর হতে চললেও সেই ফ্ল্যাট তাঁরা পাননি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, বিরাট দুর্নীতি হয়েছে। ওই টাকায় ১ কোটি ৫৫ লক্ষ দাম দিয়ে ফ্ল্যাট কিনেছেন নুসরত। অভিযোগের যথেষ্ট সারবত্তা রয়েছে। ইডিকে সব তথ্য দিয়ে অভিযোগ জানানো হয়েছে। ইডি পদক্ষেপ না করলে তাঁরা মামলার পথে হাঁটবেন।

যারা ইডি-র কাছে গিয়েছিলেন তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, নুসরতের সঙ্গে ওই সংস্থার যৌথ ডিরেক্টর রাকেশ সিংহ নামের এক ব্যক্তি। তিনিই ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতারিতরা গড়িয়াহাট থানায় অভিযোগও দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বসিহাটের তৃণমূল সাংসদকে গ্রেপ্তারের দাবিও জানান শঙ্কুদেব।