অবতক খবর,২৩ ডিসেম্বর:নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পরেই গ্রেপ্তার অসম পুলিশের হাতে এক ব্যক্তি।
পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বহু বাংলাদেশী মুসলমানের নাম ভোটার তালিকায় রয়েছে। কারো কারো দু থেকে তিন জায়গায় নাম আছে। এই মর্মে গত ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
এরপর ই মুর্শিদাবাদ থেকে বাংলাদেশী জঙ্গি মহম্মদ শাদ রাডি ওরফে শাব শেখ অসম পুলিশের হাতে গ্রেফতার হয়। ওই জঙ্গি নেতার মুর্শিদাবাদের কান্দি ও হরিহরপাড়া দুটি বিধানসভার ভোটার তালিকায় নাম আছে।
এই নিয়ে অর্জুন সিং বলেন, এ রাজ্যের নির্বাচন কমিশন এটাকে প্রশ্রয় দেয় আগেই অভিযোগ করেছিলাম। হালিশহরে এক সামাজিক অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন প্রাক্তন সাংসদ এর পাশাপাশি বলেন তৃণমূল যতদিন থাকবেন এখানে ভুয়ো ভোটার থাকবে।