অবতক খবর,৪ জানুয়ারি,মালদা:- তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় নতুন করে দুইজনকে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। একজনের নাম অভিজিৎ ঘোষ (২০)। বাড়ি ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়া পীর এলাকায়। আরেকজনের নাম, অমিত রজক। বাড়ি ২২ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায়।
শনিবার ধৃতদের তোলা হবে মালদা জেলা আদালতে। এক প্রতিবেশী পঞ্চমী রায় জানান, বাবলা সরকারের খুনের ঘটনায় অমিতকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি পরিবারের লোকেদেরও আটক করা হয়েছে। কিছুদিন আগেও এলাকায় গন্ডগোল হয়েছিল সেখানে সেখানেও আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত ছিলেন অমিত ও তার দাদা। অমিত প্রকৃত দোষী কিনা তা তিনি বলতে পারেননি।
তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফিরেনি ধৃত অভিজিৎ ঘোষ। ২ তারিখ যেদিন বাবলা সরকার সকাল সাড়ে দশটা নাগাদ খুন হন তারপর দুপুর আনুমানিক ১২ থেকে ১ টা নাগাদ অভিজিৎ বাড়ি ফিরে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তবে তার স্বভাব আচরণে কোন পরিবর্তন দেখা যায়নি বলে বাড়ির সদস্যদের দাবি। অভিজিৎ তৃণমূল কাউন্সিলর কে খুন করতে পারে বাড়ির লোক মানতে নারাজ। একটি পাইপের দোকানের কাজ করত সে। গত ১৫ দিন ধরে কাজেও যায়নি সে। মাধ্যমিকে একটি বিষয় ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সে। মাঝেমধ্যে নেশা করত অভিজিৎ।