অবতক খবর,১৩ জানুয়ারি: ভাটপাড়া এলাকার তৃণমূল নেতা অশোক সাউ গত ১৩ই নভেম্বর খুন হয়েছিল। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুমিত পাসয়ান ওরফে ভূত কে প্রায় দুই মাস পর গ্রেফতার করলো জগদ্দল থানার পুলিশ।
খুনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল এই সুমিত। জগদ্দল থানার পুলিশ গোপন সূত্রে খবর আজ ভোররাতে তাকে জগদ্দল স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করে। আজই তাকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।