অবতক খবর,২৫ জানুয়ারিঃ পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ, তৃণমূলের পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা, ভাগ্যের জোরে অল্পের জন্য প্রাণে বাঁচলো পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় রানীনগর 1 নম্বর ব্লকের লোচনপুর এলাকার তৃণমূলের প্রাক্তন প্রধান মোঃ আলতাফ সেখ তিনি মোটর বাইকে করে শহর মুর্শিদাবাদে আসছিলেন তখনই প্রাক্তন প্রধানকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ, প্রধানের কোমরে দুষ্কৃতিদের ছড়া গুলি লাগায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তৃণমূলের প্রাক্তন প্রধান, আশংকা জনক অবস্থায় তাকে প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তার প্রাথমিক চিকিৎসা করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তৃণমূলের প্রাক্তন প্রধান আলতাফ সেখকে। মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।
ABTAK EXCLUSIVE