অবতক খবর,২৭ ডিসেম্বর,চোপড়া: এক তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভৈষপিটা এলাকায়। জখম ওই পঞ্চায়েত সদস্যের নাম হাসান আলি। তিনি চোপড়া ব্লকের হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য।
হাসান আলির অভিযোগ ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে দল আইনুল হককে বাদ দিয়ে আমাকে টিকিট দেয়। সেই সময় থেকে আমার উপর আইনুল হকের একটা আক্রোশ ছিল। বৃহস্পতিবার একটি চায়ের দোকান বসে ছিলেন হাসান আলি নামে ওই পঞ্চায়েত সদস্য। এরপর হঠাৎ আইনুল হক তার উপর হামলা চালায়। লোহার পাঞ্চ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়।
এই ঘটনায় গুরুতর ভাবে জখম হন ওই পঞ্চায়েত সদস্য। তাকে জখম অবস্থায় প্রথমে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান তার অবস্থা আশংকা জনক থাকায় ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত আইনুল হককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।