অবতক খবর :: অনুপ কুমার মণ্ডল :: নদীয়া ::  চাকদহ শহরে ২১ টি ওয়ার্ডের তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে ওয়ার্ডে ওয়ার্ডে ঘরোয়া মিটিং করছেন চাকদহ প্রাক্তন পৌরপিতা দীপক চক্রবর্তী। তিনি বলেন, এটি একটি ঘরোয়া আলোচনা সভা। চাকদহ তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠনের কর্মীদের নিয়ে কর্মীসভা। এই কর্মীসভায় আলোচনা হল সাংগঠনিক পর্যায়ে পাশাপাশি ভারতীয় জনতা পার্টি যেভাবে রাজ্যকে ভৎসনা করছে, মানুষ মারা গিয়েছে, মানুষের পাশে না দাঁড়িয়ে সেখানে রাজনীতি করছে। আগামী দিনে ধাপে ধাপে রাস্তায় নামা হবে। তাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন করা হবে।

অন্যদিকে নদীয়া জেলার যুব নেতা যীশু সিং বলেন, দলের যে বার্তা মানুষের পাশে থাকা সেই বার্তাই আমরা মেনে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমি ব্যক্তিগত ভাবে যতটা পেরেছি ততটা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমফান ও করোনা যে ভয়াবহ আকৃতি ধারণ করেছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর। সেই কারণে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের স্বার্থে যেভাবে কাজ করে যাচ্ছেন, তাকেই পাথেয় করে আমরা চলছি। তাঁর নির্দেশ মেনে আমরা মানুষের কাজে নিয়োজিত হব। এই মিটিংয়ে কর্মীদের মনোবল অনেকটাই চাঙ্গা হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।