নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: বিজেপি সভাপতি অমিত শাহের ‘ভার্চুয়াল জনসভা’ চলাকালীন ‘তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেল’, একথা বলেন বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। এবং তিনি আরও জানান বাঁকুড়া লোকসভার তার এলাকায় মোট ২২ হাজার জায়গায় এই জনসভা দেখানো হচ্ছে।
মঙ্গলবার অমিত শাহদের এই সভা বাঁকুড়া শহরের ধর্মশালায় বড় পর্দায় সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। আজ উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার, ও বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি বিবেকানন্দ পাত্র সহ দলের অন্যান্য নেতৃত্বরা।