অবতক খবর,১লা জানুয়ারি,মালদা: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি। ব্যাপক ধাক্কাধাক্কি, হাতাহাতি। ভেঙে পড়ে ইঁটের দেওয়াল। আহত সাত জন। তারমধ্যে ৫ জনই মহিলা। এই ঘটনায় উত্তেজনা মালদার তুলসিহাটায়।
তুলসিহাটা হাইস্কুল মাঠে চলছিল তৃণমূল ১(বি) ব্লক সভাপতি মর্জিনা খাতুনের নেতৃত্বে প্রতিষ্ঠা দিবস উদযাপন। সেখানেই দেড় হাজার কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। থরে থরে ইঁট সাহানো ছিল দেওয়ালের মতো করে। সেই দেওয়াল পড়ে যায় সকলের গায়ে হুড়োহুড়ি ধাক্কাধাক্কির সময়