অবতক খবর,১৫ সেপ্টেম্বর,মালদা:- তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী খুনের ঘটনায় সফলতা পেল পুখুরিয়া থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার খুনের ঘটনায় যুক্ত মূল অভিযুক্ত।শুক্রবার ধৃতকে আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহের পুখুরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম মেহেরুল হক চাতর গ্রামেরই বাসিন্দা।
প্রসঙ্গত,গত বুধবার রতুয়া ২ ব্লকের শ্রীপুর ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা আনোয়ারা বিবির স্বামী সাদেক আলীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। বাড়ি থেকে প্রায় 100মিটার দূরে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় তদন্ত শুরু করে পুখুরিয়া থানার পুলিশ। ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে খুনের ঘটনার কিনারা করতে সমস্ত সূত্র ধরে চলতে থাকে পুলিশের তদন্ত প্রক্রিয়া। ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যেই সফলতা পাই পুলিশ।মূল অভিযুক্তকে রাতেই তার বাড়ি থেকে গ্রেফতার করে চাচল মহকুমা আদালতের শুক্রবার পাঠাই পুখুরিয়া থানার পুলিশ। পাশাপাশি পুলিশের হেফাজতের আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি খুনের ঘটনায় যুক্ত। দুজনের মধ্যে শত্রুতা ছিলই।মদ্যপ অবস্থায় তর্ক বিতর্কের পর তুলে নিয়ে যাওয়া পরে খুন করে দেহ ফেলে দেওয়া মতো গোটা ঘটনা ঘটেছে। হেফাজতে দেওয়ার পরই আরো জিজ্ঞাসাবাদের পর পরিষ্কার হবে খুনের পেছনে আসল রহস্য বলে জানাচ্ছে পুলিশ।