অবতক খবর,২৬ মেঃ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য। মৃত তৃণমূল নেতার নাম মনিরুল মুন্সী (৪২)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের নওদা ব্লকের রাজপুর গ্রাম এলাকায়। সূত্রের খবর গ্রামের কাঁচা রাস্তা তৈরী নিয়ে গন্ডগোল বাধে নওদার বিধায়িকা গোষ্ঠীর লোকজন ও ব্লক সভাপতির গোষ্ঠীর লোকজনের মধ্যে। দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি তারপর রড লাঠি ইট নিয়ে শুরু হয় দুই পক্ষের ব্যাপক মারধোর। ঘটনায় আহত হয় দুই পক্ষের প্রায় ৭ থেকে ৮ জন ব্যক্তি। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মনিরুল মুন্সী নামে এক ব্যক্তির। মৃত মনিরুল মুন্সী নওদার তৃণমূল বিয়াধিকা সাইনা মনতাজের গোষ্ঠীর লোকজন বলেই পরিচিত। যারা খুন করেছে তারা নওদার ব্লক সভাপতি সফিউর জামান শেখ (হাবিব মাষ্ঠার) এছাড়াও (মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খানের ভাগ্নে এই সফিউর জামান ) তার গোষ্ঠীর লোকজন বলেই পরিচিত। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।
ABTAK EXCLUSIVE