অবতক খবর :: করণদিঘী :: ২মে :: উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পাল দাওয়াত ও ইফতার জন্য অভিনব উদ্যোগ নিলেন। করোণা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ইতিমধ্যে লক ডাউন চলছে। আবার চলছে রমজান মাস, ইসলাম ধর্মের মানুষরা রমজান মাসে রোজা রাখছেন। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পালের উদ্যোগে তাই ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হল। রমজান মাসে সবাই মিলে একসাথে রোজা ইফতার করেন।

কিন্তু এবছর করোনা ভাইরাসের প্রকোপে কার্যত লকডাউনে সব কিছুই বন্ধ, তাই তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল বলেন দুরত্ব বজায় রেখে তাঁরা দাওয়াত ও ইফতার নামে একটি প্রকল্প শুরু করেন। রমজান মাস ইসলাম ধর্মের মানুষের মধ্যে রোজা ইফতারের জন্য খাদ্য সামগ্রী বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন গৌতম পাল, তিনি বলেন করণদিঘী বিধানসভা পাঁচহাজার ও হেমতাবাদ বিধানসভা পাঁচহাজার মোট দশহাজার ইফতার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিলেন।

ইসলাম ধর্মের মানুষজন সহ হিন্দু ধর্মের মানুষজনও বলেন,”গৌতম পাল করণদিঘী বিধানসভা সহ হেমতাবাদ বিধানসভাতেও খুব ভালো কাজ করছেন। করোনা ভাইরাস প্রতিরোধে আগামী দিনে গৌতম পাল ভালো কাজ করুক। সকল ধর্মের মানুষের আশীবাদ রয়েছে গৌতম পালের সাথে।”









