অবতক খবর,২০ ডিসেম্বর: আজ সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বলেন তৃণমূল দিদির নির্দেশে তারা নিজেদের অস্তিত্ব ধরে রাখার মাধ্যমে যাকে খুশি করতে চাইছে সে হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন লক্ষ্য করে দেখবেন তাদের মূল আক্রমণের লক্ষ্য হচ্ছে রাহুল গান্ধী এবং কংগ্রেস। কারণ কখনো বিজেপি, দিল্লিতে তৃণমূলের বিরুদ্ধে এবং কোন আঞ্চলিক দলের বিরুদ্ধে কোন কথা বলে না। কারণ তারা জানে যে তাদের সঙ্গে একমাত্র শতাব্দী প্রাচীন কংগ্রেসের আদর্শগত লড়াই।

তাই কংগ্রেসকে আক্রমণ করার মধ্য দিয়ে নিজেদের আজকের ভারতবর্ষের যা তারা করতে চাইছে সেটা তারা করতে উদ্যোগী। সেখানে ইন্ডিয়া ব্লকের পাশ থেকে তৃণমূল নেতৃত্ব থেকে শরিকদলকে সরিয়ে দিলে মোদির রাস্তার সাফ হবে। এখানে অন্য কেউ নেতৃত্ব দিচ্ছে না নেতৃত্ব দিচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে কেন্দ্রে মোদি এখানে দিদি। ইন্ডিয়া শরিকের বাকি শরিকরা তারা দিদির মত বা তৃণমূলের মত এরকম ভাবে প্রবল ভাবে কংগ্রেসের বিরোধিতা করছে না।

তারা হয়তো কখনো কখনো কিছু বলেছে যখন দিদি বলছে আমি জোটের নেতা। আমি নেত্রী হব অনেকে আছেন তারা বলছেন আগে হন তারপর দেখা যাবে। এ বিষয়ে অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন এখন যদি আমি কানা ছেলের নাম পদ্মলোচন রাখি তাহলে তো দল এখন হয়ে গেছে ওআঞ্চলিক দল। খুব স্বাভাবিকভাবে কেউ খুশি হো সিএসকেকেএমএমক আর না হোক তৃণমূল এবং দিদির কাণ্ডকারখানায় খুশি হচ্ছে বিজেপি তথা নরেন্দ্র মোদী।