আজ নির্বাসিত বামপন্থী কবি ফয়েজ আহমেদ ফয়েজের জন্মদিন

তুমি বললে
তমাল সাহা

তুমি বললে
আদিগন্ত বিস্তৃত সমুদ্র
সংক্ষুব্ধ ঢেউ তার বুকে থাকবেই

তুমি বললে
বাতাস দুরন্ত সে তো বিধ্বংসী
ঝঞ্ঝার সৃষ্টি করবেই

তুমি বললে
আকাশ তো বিশাল
বজ্রবাহী বিদ্যুতের বিস্ফোরণ তো ঘটবেই

তুমি বললে
শৃঙ্খল যখন আছে তখন বন্ধন তো থাকবেই
শৃঙ্খল যখন আছে তা তো ঝনঝন শব্দে ভাঙবেই

তুমি বললে
আল্লাহ নিশ্চিত আছে
আল্লাহ মানে তো স্রষ্টা
মানুষই তো আল্লাহ
কলে কারখানায়, খেতে খামারে
সৃজনের কাজ তো চলবেই

তুমি বললে
অত্যাচারীর সামনে মানুষ তো মুখোমুখি হবেই
শোষণের মসনদ তো চুরমার ভাঙবেই

তুমি বললে
যতই নির্বাসন দাও কালিকলম কেড়ে নাও
বুকের ভেতর আগুন তো জ্বলবেই
সোচ্চার কণ্ঠ ইনকিলাবের কথা তো বলবেই…

দুইকবি– পাবলো নেরুদা এবং ফয়েজ