অবতক খবর,৩০ অক্টোবর: ইছাপুর রাইফেল ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই ক্লাবেই শুটিং এবং তীরন্দাজি বিভাগের শুভ সূচনা করলেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরির এক্সিকিউটিভ ডিরেক্টর P K বেহেরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অন্যান্য আধিকারিকরা। সেই করোনা সময়কাল থেকে দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর শতবর্ষ পূর্তি উপলক্ষে এই ক্লাবের নতুন করে শুটিং এবং তীরন্দাজ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল সোমবার।