অবতক খবর,১৯ ফেব্রুয়ারি: নাবালিকা নির্যাতনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রহড়া থানার অন্তর্গত বিবেকানন্দ পল্লীতে। বাড়িতে জল চাওয়ার নাম করে শ্লীলতাহানীর চেষ্টা নবম শ্রেণীর এর ছাত্রীকে।
রাস্তায় বেরোলে ধেয়ে আসতো নোংরা কটূক্তি, প্রতিবাদ করায় নাবালিকার বাবাকে বেধড়ক মারধর।
মারধর এর অভিযোগ এলাকারই দুই যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বন্দিপুর বিবেকানন্দ পল্লী অঞ্চলে,ঘটনায় অভিযোগ দায়ের রহড়া থানায়,
আতঙ্কে স্কুল যাওয়া বন্ধ নবম শ্রেণীর ছাত্রীর।
বাবা নিজের কাজে সকাল বেলা বেরিয়ে যান আসেন রাতে, বাড়িতে একাই থাকে
ওই নাবালিকা।নাবালিকার অভিযোগ
প্রথমে জল চাওয়ার নাম করে ঘরে ঢোকার চেষ্টা করতো তারা।
তার পর হঠাৎ একদিন মদ্যপ অবস্থায় জল চাইতে এলে, জল দিতে নারাজ হওয়ার চলে শ্লীলতাহানি করার চেষ্টা, এর পর থেকে যখনই ঐ নাবালিকা বাইরে বেরোতো যুবকদের নোংরা কটূক্তি, হাত ধরে চলতো টানাটানির চেষ্টা ও, গোটা ঘটনার বিষয়টি বাড়িতে তার বাবা কে জানালে, বাবা ওই যুবকদের ডেকে বোঝায় তার মেয়ের সাথে এই আচরণ না করার জন্যে।
তবে কিছুদিন বন্ধ থাকার পর থেকেই আবারো শুরু হয় ওই যুবকদের অভব্য আচরণ,
গতকাল অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সাবিনার হাত ধরে টানা থেকে শুরু করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে ওই যুবকরা, শুধু তাই নয় রাস্তায় একা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টাও করা হয় বলে অভিযোগ , এই ঘটনার প্রতিবাদ করলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় নাবালিকার বাবা কে,এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হতেই তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতাল এ, গোটা শরীর জুড়ে রয়েছে আঘাতের চিহ্ন,এই বিষয়ে অবশ্য অভিযোগ দায়ের হয়েছে রহড়া থানায়, তবে এখন ও কাটেনি আতঙ্ক। ঘটনার পর গা ঢাকা দিয়েছে ওই দুই যুবক ।