অবতক খবর,১৯ জুলাইঃ সমাজকর্মী তিস্তা শীতলবাদের রেগুলার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য,২০০২ সালে গুজরাট দাঙ্গার মামলায় জাল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাট সরকারের তৎকালীন শীর্ষ কর্তাদের ফাঁসানোর অভিযোগে তিস্তার বিরুদ্ধে মামলা হয়েছিল। গুজরাট হাইকোর্ট গত পয়লা জুলাই তাঁর নিয়মিত জামিনের আর্জি খারিজ করে অবিলম্বে আত্মসমর্পণ করতে বলে। এরপরেই অন্তর্বর্তী জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সমাজকর্মী তিস্তা। আজ সুপ্রিম কোর্ট তাঁর রেগুলার বেল মঞ্জুর করেছেন।
তবে আদালত নির্দেশ দিয়েছে, তিনি কোনভাবে সাক্ষীদের কাছে যেতে পারবেন না। তাদের ভয় দেখাতে বা প্রভাবিত করতে পারবেন না এবং তিস্তার পাসপোর্ট দায়রা আদালতের কাছে জমা থাকবে।