অবতক খবর :: শিলিগুড়ি ::  তিস্তার জলে তলিয়ে গেলো নাবালক। সূত্রের খবর, আজ সকালে ৪ থেকে ৫ জন নাবালক তিস্তা নদীতে স্নান করতে নামে। সেইসময় দুজন জলে তলিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় একজনকে উদ্ধার করা গেলেও রোহনের কোনও খোঁজ পাওয়া যায়নি সেইসময়।

পরবর্তীতে নদীতে জাল ফেলে উদ্ধার করা হয় রোহনকে। দ্রুত তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।