অবতক খবর,৬ মার্চ: ভাটপাড়া পৌরসভাতে অবসর প্রাপ্ত পেনশন হোল্ডারদের বিক্ষোভ। তিন মাস ধরে পৌরসভার অবসর প্রাপ্ত কর্মীরা পেনশান না পাওয়াতেই তারা এই বিক্ষোভ দেখাচ্ছে চেয়ারম্যানের ঘরের সামনেই।তাদের অভিযোগ দীর্ঘ ৩ মাস তারা পেনশান না পাওয়াতে তারা আর্থিক সংকটে পড়েছেন।
এমনকি তারা তাদের ওষুধ ও কিন্তে পারছেন না।তাই যতক্ষন না তারা বকেয়া পেনশান না পাচ্ছেন ততক্ষন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।