নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: করোনার প্রভাব পড়েছে সর্বস্তরের মানুষের উপর। এর ফলে অর্থনৈতিক ভাবে মানুষ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তাই গ্রাহকদের যাতে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করা হয় তার জন্য বাঁকুড়া বিজেপি নগর মন্ডল ২ এর পক্ষ থেকে আজ ডিভিশন মেনেজার বাঁকুড়া ডাব্লু বি এস ই ডি সি এল অফিসের সামনে বেশকিছু ক্ষন বিক্ষোভ দেখান হয়। এবং বিক্ষোভ কর্মসূচির পর ডিভিশন মেনেজার বাঁকুড়া ডাব্লু বি এস ই ডি সি এল অফিসারের হাতে তিন মাসের বিদ্যুতের বিল মকুবের স্মারকলিপি দেওয়া হলো বাঁকুড়া বিজেপি নগর মন্ডল ২ এর পক্ষ থেকে।
এদিনের কর্মসূচি নিয়ে বাঁকুড়া বিজেপি নগর মন্ডল ২ এর সভাপতি দলের বলেন, কোভিড ১৯ ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষ তাদের কর্ম হারিয়ে ফেলেছে। দোকানদার দোকানের কর্মচারী, টোট চালক, রিস্কা চালক, শ্রমিক, দিন মজুরি তারা নিজের স্বাথে খাবার জোগার করতে পাচ্ছে না, তারা আবার ইল্যাকট্রিক বিল কোথা থেকে দেবে। এই সমস্ত মানুষের ক্ষেত্রে বিদ্যুৎ বিল মকুবের আওতায় আনতে হবে এটাও আমাদের দাবি।
উল্লেখ্য, এই ডেপুটেশন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন বাঁকুড়া বিজেপি নগর মন্ডল ২ এর সভাপতি সুনিতি কুমার নন্দী সহ উপস্থিত ছিলেন অন্যান্য কর্মীবৃন্দ।