অবতক খবর,২৩ জানুয়ারি: তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো জলঙ্গি থানার পুলিশ। মুর্শিদাবাদের জলঙ্গীর সরকার পাড়া থেকে গ্রেপ্তার করা হয় তাদের, ধৃতদের নাম ফেরদৌস মন্ডল বয়স ২৮ বছর, সাদ্দাম বিশ্বাস বয়স ২২ বছর, দিপু বিশ্বাস বয়স ত্রিশ বছর।
তাদের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর চরপাড়া এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৯৭ বোতল ফেনসিডিল এবং ৮ কেজি ২৪ গ্রাম গাঁজা।