অবতক খবর :: দক্ষিন দিনাজপুর ::    কুশমন্ডি ব্লকের দুস্থ ও অসমর্থ অধিবাসীদের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কুশমন্ডি শাখা। কুশমন্ডি বিজ্ঞান মঞ্চের সদস্যরা লাগাতর তিন দিন ধরে তিনশোর বেশি গরিব মানুষদের চাল, ডাল, আলু, তেল, সয়াবিন ও সাবান বিতরণ করে চলছে।

কয়েক দিন ধরে লাগাতার পরিশ্রম করে নিজেরাই অর্থ তহবিল গঠন ও খাদ্য সামগ্রী সংগ্রহ করে প্রকৃত দুস্থ অসহায় বেক্তিদের কুপন দেওয়ার ব্যবস্থা করে। লক ডাউনের নিয়ম মেনে ও করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট দিনে ও সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগে সংগঠনের পাশে দাঁড়িয়েছে অখিল রাউত, আশিষ দাস, রঞ্জিত নিয়োগী, উমাশঙ্কর সরকার, বিশ্বজিৎ পুততুন্ডু সহ আরো অনেক সদস্য।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কুসমন্ডি শাখার নেতৃত্ব আব্দুল জলিল জানান ভারতবর্ষে যখন থেকে করোনা ভাইরাস প্রবেশ করে তখন থেকেই বিজ্ঞান মঞ্চ এই ভাইরাসের প্রতিরোধ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের প্রতিরোধের সতর্কবার্তা লিফলেট আকারেও বিলি করা হয় এক মাস আগে থেকেই। কুসমন্ডি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে থেকে ৬০০ মাক্স ও স্যানিটাইজারও বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে। তিনি আরো বলেন আগামী দিনে সাধারণ মানুষ যাতে করোনাভাইরাস সম্পর্কে সঠিক তথ্য অনুধাবন করতে পারে এবং নিজেদেরকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারে সেই জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণের মধ্যে প্রচার চালাবে।