অবতক খবর,৩০ জুন: তিন মাসের শিশুকন্যাকে মেরে আত্মঘাতী হলেন মা। ঘটনাটি ঘটেছে নৈহাটির শিবদাসপুর এলাকায়। জানা গেছে, তিন মাসের শিশু কন্যাকে প্রথমে বালিশ চাপা দিয়ে মেরে তারপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন মা। ঘটনার বিস্তারিত জানা গেছে, প্রায় সাত বছর আগে শিবদাসপুর এলাকার বাসিন্দা শেখ গাজী মহম্মদের সাথে আমডাঙ্গার বাসিন্দা ঝুনুতাজ বিবির বিয়ে হয়েছিল। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। এমনই অভিযোগ করেছেন স্থানীয় অধিবাসীরা। কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছেন মৃতার পরিবার। মৃতার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে এবং বাচ্চাটিকে খুন করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় নৈহাটি থানার পুলিশ। পুলিশ এ বিষয়ে মৃত স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঝুনুতাজ বিবি এবং তার মেয়ে খুন হয়েছে,নাকি তাদের হত্যা করা হয়েছে এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।