অবতক খবর,২৯ ফেব্রুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের ১৩ টি অঞ্চলের SIST, ও কমিউনিটি রিসোর্স পারসেন্টদের (CRP) দুইটি করে মোট ২৬জন BLT দের

মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সামাজিক অন্তর্ভুক্তি, ও সামাজিক উন্নয়ন সহ বাল্যবিবাহ রোধের বিষয়গুলি নিয়ে তিনদিনের সচেতনতার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বর বিডিও অফিসের মিটিং হলে। সচেতনতার প্রশিক্ষণ শিবিরে জেলার আনন্দধারার DLT এর পক্ষ থেকে প্রশিক্ষকের দ্বারা বাল্যবিবাহ রোধের মেয়েদের ক্ষেত্রে ১৮ বছরের আগে ও ছেলেদের ক্ষেত্রে ২১ বছরের আগে বিবাহ হলে সামাজিক ভাবে অপকারিতা কি হবে, এবং মেয়েদের ১৮ বছর হওয়ার পর বিবাহ হলে সামাজিকভাবে কতটা উপকারিতা হবে, সেইসব জানা-অজানা বিষয় গুলি নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয়।

এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ।

জেলা থেকে আসা এক প্রশিক্ষক ও প্রশিক্ষণ নেওয়া এক মহিলা আমাদের কি জানালেন দেখুন।