অবতক খবর,১২ নভেম্বরঃ পলতা ও ইছাপুর বিধানপল্লী এলাকায় শুক্রবার রাতে হানা দিয়ে সাত দুষ্কৃতীকে পাকড়াও করলো নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে পুলিশ তালা ভাঙার যন্ত্রাংশ এবং চুরির প্রচুর মালপত্র উদ্ধার করেছে। ধৃতেরা নোয়াপাড়া, জগদ্দল ও বাসুদেবপুর থানা এলাকার বাসিন্দা।

অভিযোগ, চুরির উদ্দেশ্য জমায়েত হবার সময় পুলিশ হানা দিয়ে ওই সাতজনকে পাকড়াও করেছে। পুলিশ ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে।










