অবতক খবর,সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর, ১জুন :: একদিকে যেমন আধুনিক প্রজন্ম বিশেষ করে মেয়েদের একটা বড় অংশ সোস্যাল সাইট বা বিভিন্ন প্রযুক্তির মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলায় মত্ত থাকে, সেখানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার প্রত্যন্ত মথুরী গ্রামের ১৪ বছরের দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা রায় যোগা প্রতিযোগীতায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান পেয়ে তাক লাগিয়ে দিয়েছে । দেশের মধ্যে প্রথম স্থান পায় রাজস্থান এবং দ্বিতীয় স্থান পায় পশ্চিমবঙ্গ।
২৬ থেকে ২৮ তারিখ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে একটি সর্বভারতীয় বেসরকারী সংস্থার উদ্দ্যোগে তিন দিন ব্যাপি প্রতিযোগীতা হয়। সারা দেশের ১৮টি রাজ্যের ১৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। খুব ছোট বেলা থেকেই অঙ্কিতা যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট ছিল। মা শ্যামলী রায় গৃহ বধু হয়েও মেয়ের এই ইচ্ছে পূরণ করতে সব রকম সাহায্যের হাত বাড়িয়েছেন মেয়ের সাফল্য পেতে। বাবা প্রিয়রঞ্জন রায়, পেশায় একজন বাইক মিস্ত্রি। ফলে তেমন ভাবে মেয়ের দিকে নজর দিতে না পারলেও মেয়ের এই সাফল্যে খুব খুশি।