তবু আনন্দ
তমাল সাহা

লজ্জা নারী ইজ্জত শব্দগুলি ভেগে যায় ভাগে
সন্দেশখালি শব্দটি শুধু শোনা যায়
লাঠি ঝাঁটা হাতে নারীরা গর্জায় ক্রোধে রাগে

নির্যাতন লুণ্ঠন শব্দদুটি ছুটে আসে আগে
মৃদঙ্গ খোল বাজে কীর্তন-উদ্বাহু নৃত্য
মন্ত্রী সর্বাঙ্গ কাঁপে ভক্তির আবেগে

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে