অবতক খবর,১ এপ্রিল: বিশ্ব কবিতা দিবস উদযাপন করল ছায়ানট (কলকাতা)। শরতচন্দ্র বাসভবনে। ২১ মার্চ। ছায়ানটের কর্ণধার সংগীত শিল্পী সোমঋতা মল্লিকের উদ্যোগে এই আয়োজন ছিল অভিনব। উদার আকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘আবৃত্তি আমার ভালোবাসা’ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিজি কাউন্সিল সেক্রেটারি ড. পিনাকী চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় আবৃত্তিগুরু পার্থ মুখোপাধ্যায় এবং আবৃত্তিশিল্পী শ্রীমতি নিবেদিতা নাগ তহবিলদারকে। পিনাকীর হাতে এই সম্মান তুলে দেন সোমঋতা মল্লিক। পিনাকীর আবৃত্তি আসলে কবিতার হৃদয়ে হৃদয় যোগ। পেশাগত ব্যস্ততার মাঝেও কবিতার সাথেই ড. পিনাকী চট্টোপাধ্যায়ের সহবাস।
তাঁর এই পুরস্কার প্রাপ্তি পিনাকীর কবিতা যাপনের স্বীকৃতি। ড. পিনাকী চট্টোপাধ্যায় পুরস্কার প্রাপ্তিতে তাঁর প্রতিক্রিয়া জানান সংক্ষিপ্ত বক্তৃতায় এবং আবৃত্তিও করেন। পিনাকী বলেন বাংলার সংস্কৃতি জগতে সংগীতশিল্পী সোমঋতা মল্লিক এবং তাঁর ছায়ানট একের পর এক তাৎপর্যপূর্ণ কাজ করে চলেছেন। এই আয়োজনে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। একক আবৃত্তি পরিবেশন করেন তিস্তা দে, ইন্দ্রাণী লাহিড়ী, আশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বাংলাদেশ থেকে ছিলেন সীমান্ত বসু। রূপনারায়ণপুর থেকে এসেছিলেন পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন, অনবদ্য অনুষ্ঠান পরিবেশন করেন।