অবতক খবর,১৬ ডিসেম্বর: বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া ১৯ নং ওয়ার্ডের দেবেন বাবু রোড অর্থাৎ খাটালের একটি বড় সমস্যা ছিল ড্রেনের। এলাকাবাসীরা বিষয়টি বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর কাছে জানান। পরবর্তীতে সেখানে সুন্দর করে ড্রেন নির্মাণ করে দেওয়া হয় পৌরসভার তরফে।
তবে এই ড্রেন তৈরি হয়ে যাওয়ার পরও সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের।
এলাকাবাসীরা জানিয়েছেন,এলাকারই কিছু মানুষ আবর্জনা ফেলে ড্রেনটি আটকে দিচ্ছে। এমতাবস্থায় ওই অঞ্চলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশার উপদ্রবও বেড়েছে।
এই মর্মে সম্প্রতি এলাকাবাসীরা সম্মিলিতভাবে কাঁচরাপাড়া পৌরসভায় একটি চিঠি দিয়েছেন। তবে সেই চিঠির কোন সদুত্তর তারা পাননি।
সমস্যা উত্তোরত্তর বৃদ্ধি পাওয়ার দরুন তারা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে পৌর কর্তৃপক্ষ এবং চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়েছেন।