অবতক খবর,৮ ফেব্রুয়ারী,ইসলামপুর: ড্রেনে জল ফেলাকে কেন্দ্রে করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকা। সংঘর্ষে দুই পক্ষের জখম চারজন। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মেহবুব আলম ও স্হানীয় তৃণমূল নেতা শাহাওনাবাজ আলমের সাথে এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। অভিযোগ বেশ কিছুদিন ধরে মেহেবুব আলম ও তার লোকজন ড্রেনে জল ফেলতে বাঁধা সৃষ্টি করে। সেই ঘটনা নিয়ে শুক্রবার রাতে ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।

এই ঘটনায় দুই পক্ষের চারজন জখম হয়। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুই পক্ষকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান মেহবুব আলম।