অবতক খবর,৫ ডিসেম্বরঃ গতকাল মধ্যরাতে ডোমজুড়ের নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি লরির গ্যারেজে হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে তাকে গ্যারজটি। লরি ছাড়াও ম্যাটাডোর, ছোট হাতি এবং বেশ কয়েকটি বাইক ভস্মিভূত হয়ে যায়। এরপর ওই গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ছাট কাপড়ের গোডাউন, রংয়ের গোডাউন এবং এসিডের গোডাউনে। স্থানীয় ক্লাবের ছেলেরা রাতে খেলা দেখে বাড়ি ফেরার সময় তা নজরে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা খবর দেয় ডোমজুড় থানায়। পুলিশ খবর দেয় দমকলে। একে একে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীরা এবং এলাকার বাসিন্দারা মিলে প্রায় ঘন্টা দু’কের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারনে আগুন লাগল তা স্পষ্ট না হলেও দমকল কর্মীদের অনুমান বন্ধ গ্যারেজে ইলেকট্রিকাল শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
ABTAK EXCLUSIVE