অবতক খবর,৫ মার্চ: আবারো গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার ডোমকল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মুর্শিদাবাদ SOG ও ডোমকল থানার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে আবারও এক আগ্নেয়াস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করে ধৃত ওই বিক্রেতা নাম আব্দুল জাফফর বয়স ৩০ তার বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় বলে পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তিকে আজ পুলিশি দশ দিনের হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ তবে পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই ব্যক্তির দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র বিক্রির জন্যই সীমান্তবর্তী এলাকা, মুর্শিদাবাদের জলঙ্গির এলাকাতে বসবাস করত এমনকি সেখান থেকেই আগ্নেয় অস্ত্র বিক্রি করতে বলেই পুলিশ সূত্রে খবর তবে তার কাছ থেকে উদ্ধার হয় 7mm পিস্তল কার্তুজ ও গুলিসহ ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্রে খবর।