অবতক খবর,৪ ফেব্রুয়ারী : ডোক নদীতে বাঁশের সাকো বানালেন গ্রামবাসীরা।দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকার বাসিন্দারা ।এদিন নিজেদের উদ্যোগে সাঁকো বানিয়েছেন তারা ।গ্রামবাসীদের বক্তব্য নদীতে সেতু না থাকায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে।বাধ্য হয়ে আঠারোখারি ও বালাবাড়ির লোকের যাতায়াতের জন্য সাঁকো বানিয়ে নেওয়া হল। স্থানীয়রা জানিয়েছেন নদী পাড় করার ব্যাপারটি দীর্ঘদিনের। এটি ১৮খাড়ি এবং বালাবাড়ি গ্রামবাসীর ব্যাধির মতো সমস্যা। যা সমাধানের নামই নেই।

দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম এর মানুষ বালাবাড়ি হইয়ে এই নদী পার করে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতে কাজের উদ্দেশ্যে যান। যেটা অনেকেরই সমস্যা । অন্যদিকে বালাবাড়ি তে প্রাথমিক বিদ্যালয় থাকায় বালাবাড়ির পার্শ্ববর্তী গ্রাম 18খারী । সেই ১৮খাড়ি থেকে শিক্ষার্থীদের বালাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসতে হচ্ছে। জীবনকে হাতে নিয়ে নদী পার করে বিদ্যালয়ে যাচ্ছেন তারা।

তাই গ্রামবাসীদের উদ্যোগে এবং গ্রামের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং শ্রমিকদের কথা মাথায় রেখে যাঁরা এই নদী পার করে জীবিকা অর্জনের জন্য ওপারে যায়। তাদের কথা মাথায় রেখে আজকে গ্রামের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও এই সাঁকো বানিয়ে ফেললেন ।। গ্রামবাসীদের দাবি এখানে একটি ব্রিজের দরকার যেটা বানানোর জন্য তারা দাবি করেছেন প্রশাসনের কাছে।।