অবতক খবর,২৬ মে,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ

আজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ও মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মিটিং হলে

এই দুই জায়গায় মন্তেশ্বর ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে

ডেঙ্গু সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। এই দিনের দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডাক্তার সাদ্দাম হোসেন শেখ, জেলার কোঅর্ডিনেটর, পঞ্চায়েত সমিতির সভানেত্রী প্রতিমা সাহা, সহ ১৩ টি পঞ্চায়েতের ১০৫জন গ্রাম সম্পদ কর্মী V,C,T, কর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন কোন পাত্রে জল জমতে না দেওয়া, বাড়ির আশপাশহ এলাকার নর্দমা পল্লী পরিষ্কার রাখা সহ কিভাবে মশার বাহিত রোগ নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়গুলো নিয়ে এদিন গ্রাম সম্পদ কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ঐ সমস্ত কর্মীরা এলাকায় বাড়ি বাড়ি মানুষের মধ্যে তা প্রচার করবেন। বিভিন্ন ধাপে মন্তেশ্বর ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রাম সম্পদ কর্মীকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ।