অবতক খবর,২০ নভেম্বরঃ ডেঙ্গু দমনে বন হুগলি যুবক সংঘ ক্লাবের উদ্যোগে এক বিশাল র্যালি – করা হলো। এই র্যালির মাধ্যমে মানুষকে সচেতন করলো বন হুগলী যুবক সংঘ ক্লাবের সম্পাদক শংকর রাউত। প্রায় তিন হাজার মানুষ। এই র্যালিতে পা মেলালেন। বিভিন্ন সচেতনতার বার্তা নিয়েও তারা বেরিয়েছিলেন সেই বার্তা পৌঁছে দিলেন তারা মানুষের কাছে। ডেঙ্গু থেকে মানুষ কিভাবে সতর্ক থাকবে। ডেঙ্গু প্রতিরোধে মানুষের কি কি সতর্ক অবলম্বন করা উচিত। সেই সকল বার্তা নিয়ে তাদের আজকে এই বিশাল র্যালি হলো। সমাজের উন্নয়নে শঙ্কর রাউত বরাবরই এগিয়ে , সব সময় মানুষের পাশে থাকেন তিনি।
এক কথায় বলা যেতে পারে মানুষের সুখ দুঃখের সাথী এই শঙ্কর রাউত। তাদের এই র্যালিকে সমর্থন জানিয়েছে সাধারণ মানুষও। শুধু র্যালি নয় র্যালির সাথে সাথে। ডেঙ্গু দমনে বিভিন্ন নালা নর্দমাতে দেওয়া হলো ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন স্প্রে। রাস্তায় পড়ে থাকা জমা জল থেকে শুরু করে সমস্ত রকম নোংরা আবর্জনা পরিষ্কার। মানুষের হাতে দেওয়া হল। ডেঙ্গু দমনের জন্য বিশেষ ধূপ। আগামী বুধবার তারা তাদের ক্লাবের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে । মশারি বিতরণ করবে যাতে মানুষ ডেঙ্গু থেকে দূরে থাকতে পারে।